ভোলার দৌলতখানে বাংলা শুভ নববর্ষ উদযাপিত হয়েছে ব্যাপক উৎসাহ - উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে। বছরের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটি উদযাপনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল আনন্দ র ্যালী, বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠানে উপস্থিতিদের মধ্যে মিষ্টি বিতরণ।
অসাম্প্রদায়িক শুভ নববর্ষ উৎসব উদযাপনে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন ধর্ম বর্ণের অনুসারী লোকজন ও সব শ্রেণি - পেশার মানুষ। পরে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স চত্বরে এসো হে বৈশাখ এসো এসো শিল্পকলা একাডেমি শিল্পীদের পরিবেশিত সুরের মূর্ছনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। র ্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী, সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম, থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, ভেটেরিনারি কর্মকর্তা ভৌমিক চন্দ্র ভূপাল, মাওলানা আবু তাহের হেলালি প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট লেখিকা কবি আমিনা ফাহিম।
অনুষ্ঠানে অংশ নেয়া অতিথি বৃন্দের মাঝে পান্তা - ভর্তা, কাঁচা মরিচ, আলু ভাজার বদলে ভোলার ঐতিহ্যবাহী পাকন পিঠা, বাতাশা, আঙ্গুলী, সমোছা, মোয়া ইত্যাদি বিতরণ করে নতুন বছরের নতুন দিনটি বরণ করে নেয়া হয়।