দৌলতপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ১২:২৮ পিএম
দৌলতপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -০১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে     উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী।     কৃষি বিভাগের তথ্যমতে দৌলতপুর উপজেলায় এবছর ৬ হাজার ২’শ ১০ হেক্টর জমিতে আউশের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সফল করতে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ করে প্রদান করা হয়।     এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও ১৪ ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক গণ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে