কুষ্টিয়ার দৌলতপুর থানা বাজারে জমি-জমা সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে দৌলতপুর থানা বাজারের রেমি সুপার মার্কেটের মালিক হাজী মোঃ রেজাউল হক (৫৩) কে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে তার চাচাতো ভাই স্বাবেক মেম্বর ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও তার সহযোগিতারা। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, দৌলতপুর বাজারের ব্যবসায়ী ও রেমি সুপার মার্কেট এর মালিক হাজি মোঃ রেজাউল হক এর সাথে পার্শ্ববর্তী বাড়ীর তার চাচাতো ভাই সাবেক মেম্বর আব্দুল মান্নান ও তার ওয়ারিসদের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ হয়। রোববার হাজী রেজাউল হক বাড়ীর পার্শ্ববর্তী তার জমিতে সীমানা নির্ধারন করতে গেলে তার চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান (মেম্বর), (৫৫) রিপন আলী (৩৬), ফরজ আলী (৫৭). পিতা আব্দুল ও ফরজ আলীর ছেলে মাসুদ (৩২) সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে হাজী মোঃ রেজাউল হককে মাথায়, বুকে, পিঠে ও হাত পায়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টায় রহম করে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে স্থানীয়রা ও এলাকাবাসী যায়। স্থানীয় এলাকাবাসী হাজী মোঃ রেজাউল হককে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে হাজী রেজাউল চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে দৌলতপুর থানায় হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। আহত রেজাউল হক ও তার পরিবার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।