ধামইরহাটে রাজস্ব আদায়ে বালুমহাল ইজারা, দখল হস্তান্তর

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
: | আপডেট: ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০৮ পিএম : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০৮ পিএম
ধামইরহাটে রাজস্ব আদায়ে বালুমহাল ইজারা, দখল হস্তান্তর

নওগাঁর ধামইরহাটে রেকর্ড পরিমান রাজস্ব আদায়ের মাধ্যমে বালুমহাল ইজারা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার দায়িত্বরত রেভিনিউ ডেপুটি কালেক্টর কর্তৃক স্বাক্ষরিত আদেশমুলে ২২ এপ্রিল দুপুরে বালুমহালের ইজারাদার উদয়শ্রী গ্রামের মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরীর প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিনের নিকট ধামইরহাট উপজেলার আত্রাই নদীর বালুমহালের দখল হস্তান্তর করেন জেলা প্রশাসক নওগাঁর প্রতিনিধি ও ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলক কুমার মুকুট মনি। 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সর্বোচ্চ পরিমান ডাককারী মো. আখরাজুল ইসলাম চৌধুরীকে ধামইরহাট উপজেলার আত্রাই নদীর বালুমহাল ১৪৩২ সনের জন্য ভ্যাট-আইটিসহ সর্বমোট ৩ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার ৬৮২ টাকায় ইজারা প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

হস্তান্তরকালে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ইউনিয়ন ভূমি অফিসার মিনহাজুল ইসলাম, মো. ইউসুফ আলী, নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি নারী নেত্রী বেলী খাতুন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকনেতা মেহেদী হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে