নগরকান্দায় শামা ওবায়েদ এর নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা

এফএনএস (মোঃ শওকত আলী শরীফ; নগরকান্দা, ফরিদপুর) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:৩১ পিএম
নগরকান্দায় শামা ওবায়েদ এর  নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ  ১৪৩২  সালের  আগমন উপলক্ষে “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”এই প্রত্যয়কে ধারণ করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য বৈশাখী  শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজনে নগরকান্দা পেট্রোলপাম্প থেকে শুরু করে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এম এন একাডেমি মাঠে এসে শেষ হয়।  এই বর্ণাঢ্য আয়োজনে আরো  ছিল আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠি খেলা’, মনোমুগ্ধকর লোকজ সংগীত পরিবেশনা,অন্ধের হাড়ি ভাঙ্গা, এবং চমকপ্রদ যাদু প্রদর্শনী। বৈশাখের রঙে রঙিন হয়ে ওঠে নগরকান্দা, যেখানে উপস্থিত জনতার উচ্ছ্বাসে মুখরিত হয়েছিল সমগ্র এলাকা। বর্ষবরনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু  সহ সভাপতি মাহ্বুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল,যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে