নতুন বাংলাদেশের মালিকানা হবে সকল মানুষের: বিভাগীয় কমিশনার

এফএনএস (সিলেট): : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০২:১০ পিএম
নতুন বাংলাদেশের মালিকানা হবে সকল মানুষের: বিভাগীয় কমিশনার

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, “এ দেশের প্রকৃত মালিক দেশের জনগণ। সেই মালিকানা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। রাষ্ট্র হবে সকল মানুষের, এবং রাষ্ট্রের সুফল ও অংশীদারিত্ব সবাই উপভোগ করবে। সেই লক্ষ্যেই সক্রিয়ভাবে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রাক্কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমি সিলেটের সকল গণমানুষকে আহ্বান জানাচ্ছি - জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সদা প্রতিবাদী ও সচেতন থাকতে হবে। আমরা বিশ্বাস করি, জুলাই-আগস্টে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা অব্যাহত থাকলে এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। একটি এমন বাংলাদেশ, যার মালিকানা থাকবে সকল মানুষের হাতে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাস যদি বিশ্লেষণ করি, দেখা যায় বাঙালি জাতি শান্তিপ্রিয় হলেও সংগ্রামী। তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। সে শাসক হোক কিংবা কোনো গোষ্ঠী - বাঙালি জাতি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকেছে। বর্ষবরণ উপলক্ষে আজকের এই সার্বজনীন আনন্দ-উৎসব, জাতীয় ও বৈশাখী সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা এবং শোভাযাত্রা - এগুলো আমাদের ঐক্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ।”

এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনার মাধ্যমে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ৮টায় সার্কিট হাউজ থেকে শুরু হওয়া বর্ষবরণ শোভাযাত্রা নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবর্ণা সরকার, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, ট্যাক্সেশন অফিসার জামিলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. তুতিউর রহমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে