নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়াতে ইসিতে এনসিপির আবেদন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:৩১ পিএম
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়াতে ইসিতে এনসিপির আবেদন

তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া একটি চিঠিতে রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা কমপক্ষে ৯০ দিন বাড়ানোর দাবি জানিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির ঘোষিত সময়সীমাকে অবাস্তব ও সময়ের প্রেক্ষাপটে অযৌক্তিক উল্লেখ করে তারা এই অনুরোধ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবের দপ্তরে গিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনূভা জাবীন এবং সদস্য মনিরুজ্জামান লিখিতভাবে এই আবেদন জমা দেন। চিঠির শিরোনাম ছিল: "নির্বাচন কমিশন সংস্কার ও রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সময়সীমা বৃদ্ধির আবেদন"।

এনসিপি দাবি করেছে, ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ও সংশ্লিষ্ট আইনগুলো একনায়কতান্ত্রিক সরকারের সময়ে তৈরি, যা বর্তমানে গণতান্ত্রিক বহুত্ববাদকে সংকুচিত করে রাখছে। দলটির ভাষ্য অনুযায়ী, জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয় স্থাপন, নির্দিষ্টসংখ্যক সদস্য সংগ্রহ ও অন্যান্য জটিল শর্ত পূরণ করতে একটি নতুন দলের জন্য তিন মাসের অতিরিক্ত সময় একান্তই প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই অতীতের তিনটি জাতীয় নির্বাচনে ভোটবিহীন নির্বাচন, জাল ভোট ও রাতের ভোটসহ নানা অনিয়ম সংঘটিত হয়েছে। এসবের মধ্য দিয়ে নির্বাচনব্যবস্থায় আস্থা হারিয়েছে জনগণ। ফলে, জুলাই-আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান পরিবর্তনের ধারার সূচনা ঘটে, যার ভিত্তিতে এনসিপি গঠিত হয়েছে। তাই নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সুযোগ পেতে যথাযথ সময় পাওয়া তাদের সাংবিধানিক অধিকার।

গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটি প্রতিবেদনসহ সুপারিশমালা পেশ করলেও, তা এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। এনসিপি দাবি করে, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইনের সংস্কার ছাড়া নিবন্ধন প্রক্রিয়া চালানো যুক্তিসঙ্গত নয়।

এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, "নতুন দলগুলোর জন্য বর্তমান নিবন্ধন বিধিমালা বাস্তবায়নযোগ্য নয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন কমিশন যে গণবিজ্ঞপ্তি দিয়েছে, তা প্রশ্নবিদ্ধ এবং তড়িঘড়ি করে জারি করা হয়েছে। আমরা সময়সীমা বাড়ানোর পাশাপাশি মৌলিক সংস্কারের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছি।"

ইসি গত ১০ মার্চ নিবন্ধন আবেদন আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল। এনসিপি বলছে, এই সময়সীমা অপ্রতুল এবং নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সময় বাড়ানো জরুরি।

এদিকে, ইসি সূত্রে জানা গেছে, এনসিপির চিঠি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি কমিশনের সভায় আলোচনা হবে। দলটির সঙ্গে কমিশনের বৈঠক রোববার (২১ এপ্রিল) নির্ধারিত রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে