বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মুগ্ধ চত্বরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর সঞ্চালনায় কর্মী সম্মেনলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। উক্ত কর্মী সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ন সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ-সভাপতি এস এম বজলুল করিম টোটন, শরিফুল ইসলাম মুক্তা, মোখলেছুর রহমান, মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ আল আমিন সরকার, ফয়সাল রহমান শুভ, ওহেদুল ইসলাম পটল, সহ-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাহি, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইমলাম, সহ- সাংগঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম চঞ্চল, সোহানুর রহমান সোহান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন।
এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার, সধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
বক্তারা বলেন, আগামী দিনে নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল থাকবে সবচেয়ে সামনে। সম্মেলনে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।