নবাবগঞ্জে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:৪৮ পিএম
নবাবগঞ্জে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ থানার আয়োজনে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, ছিনতাই,সন্ত্রাস, আত্মহত্যা ও চুরি রোধকল্পে নবাবগঞ্জ  থানা প্রাঙ্গণে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার  পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মতিন, অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা, দিনাজপুর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, জুয়া, ছিনতাই,ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।  মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে  পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। 

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে