ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামিক আন্দোলন, নবাবগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার বাদ জুম্মা উপজেলা মডেল মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের মুল সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলা মোড় একাত্তর মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে তারা সমাবেশ করে। সমাবেশে ইসলামিক আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাজেদুর রহমান, দিনাজপুর দক্ষিন জেলা শাখার সহ সভাপতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঢাকা অনুষ্ঠিত মার্চ ফর গাজায় মুসলিমদের অংশ গ্রহন ও ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়।