দিনাজপুরের নবাবগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডাদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অর্ন্তভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারী সংস্থা ডেমোক্রেসি ওয়াচের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ডেমক্রেস ওয়াচ আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক, বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা বলেন, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে।