১জনের ৬ মাসের কারাদণ্ড

নাঙ্গলকোটে নকলের দায়ে ২০ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:৪৬ পিএম : | আপডেট: ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:৪৬ পিএম
নাঙ্গলকোটে নকলের দায়ে ২০ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ৫ জন পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং নকল সরবরাহের কারণে ১ জনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সহযোগিতার দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ৪ জন পরীক্ষার্থী ও ৪ জন পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি,ধাতীশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থী, জোড্ডা বাজার আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫ জন পরীক্ষার্থী ও স্কুল কেন্দ্রে ৪ পরীক্ষার্থী এবং নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ পর্যবেক্ষককে অব্যাহতি ও আশারকোটা ডা. যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নকল সরবরাহ কালে ইমরান হোসেন (২১) নামে ১ যুবককে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। 

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, আমি নাঙ্গলকোট আফসারুল উলূম   কামিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বে ছিলাম এখানে অসদুপায় অবলম্বন করায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার এবং চার  পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, নাঙ্গলকোট উপজেলায় সুষ্ঠভাবে,  শান্তিপূর্ণভাবে নকল মুক্ত পরিবেশে এসএসসি সমমান যে পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষা সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য আমাদের যা যা করণীয় আমরা তৎপর আছি এবং প্রতিনিয়ত আমাদের তদারকি অব্যাহত রয়েছে। পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করার ক্ষেত্রে যদি কোন ধরনের বাঁধা আসে সেটা আমরা কঠোর হস্তে দমন করব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে