নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে উপজেলা মিনি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা স্বজল বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।