কৈশোর কর্মসূচির উদ্যোগে উপজেলা পর্যায়ের ম্যারাথন দৌড়, উন্নয়ন মেলা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পিকেএসএফ এবং ডাক দিয়ে যাই এর অর্থায়নে টেকসই দারিদ্র বিমোচনের অভিপ্রায়ে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের সুকুমার বৃত্তির চর্চাকে সম্পৃক্ত করে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি সংস্কৃতিমনস্ত সমাজ ও জাতি গঠনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের জন্য 'কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর ই ধারাবাহিকতায় উন্নয়ন সহযোগী সংস্থা ডাক দিয়ে যাই নাজিরপুর উপজেলার নয় টি ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা এবং সেই সাথে ম্যারাথন দৌড় ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
নাজিরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার লাবনী পারভীনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, ডাক দিয়ে যাই সংস্থার
প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন, সিনিয়ার সমন্বয়কারী শিশির কুমার বিশ্বাস, নাজিরপুর এলাকা ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আল-আমিন হোসাইন, সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ শাকিল আহমেদ ও সোনিয়া খানম প্রমূখ।
এ উন্নয়ন মেলায় ম্যারাথন দৌড়, ১০০ মিটার দৌড়, উন্নয়ন মেলা, কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশত্ববোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।