নারীবিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন বাতিলের দাবিতে হেফাজত ইসলামের সমাবেশ ও মিছিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ০৪:৫৭ পিএম
নারীবিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন বাতিলের দাবিতে হেফাজত ইসলামের সমাবেশ ও মিছিল

নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমা  (২৫ এপ্রিল২০২৫) শহরের বাইতুল আমিন মসজিদের সামনে শপথ চত্বরে সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশে জেলা সভাপতি মাও. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মুফতী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান, মাও.আবুল কালাম আযাদ। 

মুফতী নুরে আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, মাও. ওবায়দুল্লাহ,

চাঁদপুর সদর উপজেলা সহ সভাপতি মুফতী সফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোজাম্মেল মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হুরায়রা, চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, সেক্রেটারি মাওলানা তারেক হাসান, মাও. আবুল কালাম আযাদ, যুবনেতা মাওলানা মিজানুর রহমান, হেফাজত ইসলামের অন্যতম সদস্য মাওলানা শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেয়ার কারণে এই কমিশন বাতিলের দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, যারা সমাজের প্রতিনিধিত্ব করে না, যাদেরকে কেউ চিনে না, তারা এ কমিশনে কাজ করেছে। কমিশনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করে এমন কাউকে রাখা হয়নি। এ কমিশনের সাথে জড়িত ব্যক্তিরা এ অঞ্চলের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অজ্ঞ। তারা নারীর অধিকারের কথা বলে পাশ্চাত্যের প্রেসক্রিপশন এদেশে বাস্তবায়ন করতে চায়। স্পষ্টতই এ প্রতিবেদনে ইসলামবিদ্বেষী মনোভাব লক্ষ্যণীয়। আমাদের এখন থেকে এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। কোনো ভাবেই পাশ্চাত্যের চেপে দেওয়া কোনো আদর্শকে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না।

উল্লেখ্য, বেসরকারি সংস্থা ‘নারীপক্ষ’র প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে গত ১৮ নভেম্বর নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে