নারীবিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব সমূহ প্রত্যাখানের দাবিতে দেশব্যাপী হেফাজতে ইসলামের বিক্ষোভের অংশ হিসেবে কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের আয়োজনে সমাবেশ ও মিছিল বের করা হয়েছে । শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর কিশোরগঞ্জ জেলা শহরেরর ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার, ইসলামী আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসেন তালুকদার,মাও হিফজুর রহমান,মাও আনজার শাহ তানীম,মাও মাজহার শাহ,ভাস্করখিলা মিছবাহুল উলুম কওমী মাদরাসার প্রিন্সিপাল মাও আশরাফ আলী,মাও আব্দুর রহিম,মাও নাজিম উদ্দীনসহ জেলা শহরের আশপাশের বিভিন্ন মসজিদ মাদরাসার আলেমগণ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সারাদেশে মুসলমানদের ঈমানী চেতনায় আগুন ছড়িয়ে পড়বে। এর দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে শহীদী মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।