নাসিরনগরে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ০৫:৩৮ পিএম
নাসিরনগরে  ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ  শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলার শাখার  উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতে ইসলামীর  আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে জামায়াত নেতা অধ্যাপক সিরাজুল ইসলামের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, কাজী সারোয়ার আলম, সাবেক জামায়াতের আমির মো: ছায়েদ আলী,জামায়েত নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ। এতে স্থানীয় জামায়াতের নেতা কর্মীসহ সাধারণ মুসল্লি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন , “ইসরায়েল দিনের পর দিন ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষদের ওপর যেভাবে নির্বিচারে বোমা বর্ষণ করে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতা ও সভ্যতার জন্য কলঙ্ক।” তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।একেই  সঙ্গে তারা মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং মুসলমানদের মাঝে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে