নিখোঁজের চারদিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০১:৫০ পিএম
নিখোঁজের চারদিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

 অফিসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ জেসমিন আক্তার (২৮)। নিখোঁজের চারদিন পর জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার একটি স্টিল ব্রিজের নিচ থেকে জেসমিন আক্তারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত বলা যাবে।

নিহত জেসমিন আক্তারের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। সূত্রমতে, নিহত জেসমিন আক্তার কাশিপুর এলাকায় তার মায়ের সাথে থাকতেন। চার বছর আগে তার বিয়ে হয়। তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২১ এপ্রিল সকালে অফিসে যাওয়ার পর জেসমিন আর বাসায় ফেরেননি। দীর্ঘ খোঁজাখুঁজির পর ২৫ এপ্রিল তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে