নিখোঁজ ইলিয়াস আলী: এক দশকের অপেক্ষা ও অনিশ্চয়তার প্রতীক্ষালয়

এফএনএস (সিলেট): : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:২৩ পিএম
নিখোঁজ ইলিয়াস আলী: এক দশকের অপেক্ষা ও অনিশ্চয়তার প্রতীক্ষালয়

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর নিখোঁজের এক যুগ পেরিয়ে গেলেও তাঁর ভাগ্যে কী ঘটেছিল, সে প্রশ্নের উত্তর আজও অধরা। অপেক্ষার অবসান হয়নি পরিবারের, সিলেট বিএনপিরও চোখের কোণে জমে থাকা অপেক্ষার ধোঁয়া আজো মুছে যায়নি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে এমনই এক হৃদয়বিদারক বাস্তবতা তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, “ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর তৎকালীন সরকার নানা আশ্বাস দিলেও, আজ পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। আমরা বিশ্বাস করি, তিনি জীবিত আছেন এবং সংশ্লিষ্ট মহল তাঁর অবস্থান সম্পর্কে জানে।”

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ইলিয়াস আলী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সিলেটবাসীর হৃদয়ের নাম। তাঁর গুম হয়ে যাওয়া এক আক্ষেপের নাম, এক জ্বলন্ত প্রশ্ন, যার উত্তর দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রযন্ত্র।

বক্তারা সাম্প্রতিক সময়ে কথিত ‘আয়নাঘর’ থেকে ফিরে আসা কিছু গুম হওয়া ব্যক্তির উদাহরণ টেনে বলেন, “এই ঘটনাগুলো প্রমাণ করে, গুম শুধু নিখোঁজ হওয়া নয়, এটি একটি সংগঠিত ও পরিকল্পিত অপকর্ম। এমন বাস্তবতায় ইলিয়াস আলী ও নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদের বিষয়ে নতুন করে অনুসন্ধান জরুরি।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক পিপি, মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

বক্তারা বলেন, “গুম শুধু কোনো পরিবারের সদস্যকে ছিনিয়ে নেওয়া নয়, এটি একটি জাতির বিবেককে অপহরণ করার শামিল। আমরা এই অন্ধকার সংস্কৃতির অবসান চাই। চাই আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত কমিশন, যারা সত্যকে আবিষ্কার করবে।”

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ইলিয়াস আলীসহ সকল গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও মুক্তির দাবি জানানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে