নোয়াখালীতে অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:৪৯ পিএম
নোয়াখালীতে অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্য বিবাহ, ইভটিজিং নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার হলরুমে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিকদের নিয়ে এই আয়োজন করা হয়। বেগমগঞ্জ থানার এসআই কুতুব উদ্দিন লিওনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল সোনাইমুড়ি ও অতিরিক্ত বেগমগঞ্জ, সেনবাগ থানার দায়িত্বপ্রাপ্ত  সার্কেল অফিসার মনীষ দাস, এ সময় বক্তব্য রাখেন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কোবির, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা জামাতের সূরা সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, উপজেলা বিএনপি'র সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপি'র সভাপতি জহির উদ্দিন হারুন,  উপজেলা জামাতের আমির আবু জাহের,

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলম, পৌর জামাতের আমির জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে