পবিত্র ভূমি মদিনাকে নিয়ে কটুক্তি, শাস্তির দাবিতে সড়ক অবরোধ

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৮:১১ পিএম
পবিত্র ভূমি মদিনাকে নিয়ে কটুক্তি, শাস্তির দাবিতে সড়ক অবরোধ

ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের পবিত্র ভূমি মদিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও কটুক্তিকারী সনাতন ধর্মের যুবকদের শাস্তির দাবিতে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাড়িয়ারকুঠি ইউনিয়ন ও আশেপাশের এলাকাবাসী। তারাগঞ্জের  বামনদিঘী এলাকায় মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর‌্যন্ত প্রায় দেড় ঘন্টা রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।  ফলে দীর্ঘ দুই দিকের প্রায় কিলোমিটার রাস্তা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে পথচারী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যাওয়ার যাতায়াত কারীরা। পরে আগামী ১২ ঘন্টার মধ্যে কটুক্তিকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির  আল্টিমেটাম দিয়ে অবরোধ ও বিক্ষোভ তুলে নেয় আন্দোলনকারীরা। এনিয়ে এই রিপোর্ট লেখা পর‌্যন্ত উত্তপ্ত রয়েছে হাড়িয়ারকুঠি ইউনিয়নের এলাকা।

উল্লেখ্য গত ১৯ এপ্রিল রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বারঘরিয়া এলাকার হৃদয় চন্দ্র রায়ের পুত্র আনন্দ চন্দ্র রায় তার ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের পবিত্র ভূমি মদিনাকে কটুক্তি করে রিলস ভিডিও বানিয়ে পোস্ট করে। ভিডিওটিতে দেখা যায় আনন্দ কান্ত, আশিকসহ বেশ কয়েকজন যুবক পবিত্র ধর্ম ইসলাম ও ইসলাম ধর্মের পবিত্র ভূমি মদিনাকে নিয়ে অকট্ট ভাষায় কটুক্তি করে।  ভিডিও পোস্টের কিছুক্ষনের মধ্যই বিভিন্নভাবে ভাইরাল হয়ে যায়। এতে করে এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের আঘাত হানে ও নারা দেয়।  কটুক্তিকারী সনাতন ধর্মের যুবকদের প্রতি ফুলে ফেসে ফেটে পড়ে। ততক্ষনাৎ এলাকায় নানা  চাঞ্চল্যের সৃষ্টি হয়। নানা জল্পনা কল্পনার মধ্যেই  তাদের শাস্তির দাবি উঠে। দফায় দফায় এলাকাবাসী বিক্ষোভ করতে থাকে। এরে পর‌্যায়ে ইসলাম ধর্ম ও মদিনাকে কটুক্তিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আজ মঙ্গলবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।  যেকোনো সময় একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে সচেতন মহল মনে করেন। সচেতন  মহলের বিভিন্ন ব্যক্তি প্রশাসনের দুর্বলতা ও নিরব ভূমিকাকে দায়ী করছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে