পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ পিএম
পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে বাস-ট্রাক ও অটোভ্যানের ত্রিমূখী সংঘর্ষে মনজুর আলী (৫৫) নামীয় এক ব্যক্তি হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরশহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। তার বাড়ী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামে। সে ওই গ্রামের তোতা মিয়ার ছেলে বলে জানা যায়।   

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢা কা যাওয়ার জন্য ওইগ্রামের ৬ জন একটি অটোভ্যানে যোগে পলাশবাড়ী বন্দরে আসছিলেন। এসময় পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কোচের সাথে সজোরে ধাক্কা লেগে অটোভ্যানটির এক যাত্রী রাস্তায় ছিঁটকে পড়লে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক মুনজুর চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। 

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে হাইওয়ের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

গোবিন্দগঞ্জ হাইওয়ের থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে