বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন সম্ভাবনার মুখে এসে হঠাৎই স্থগিত হলো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরে নিজেই ইসাক দার এক সংবাদ সম্মেলনে সফর স্থগিতের ঘোষণা দেন।
বিবিসি এবং অন্যান্য সূত্র জানায়, ইসাক দারের আসন্ন ঢাকা সফর স্থগিতের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনা। এ উত্তেজনার মাঝে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কোনো ধরনের ভুল বার্তা এড়াতে পাকিস্তান নিজেই সফর স্থগিতের অনুরোধ করেছে বলে মনে করা হচ্ছে।
ইসাক দার আসার কথা ছিল ২৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দুই দিনের সরকারি সফরে। গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফরের সময়েই এই সফরের সময়সূচি চূড়ান্ত হয়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই সফরের সময় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা ছিল। দুই দেশই প্রস্তুতি নিচ্ছিল একটি ফলপ্রসূ বৈঠকের জন্য।
এই সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছিল কারণ এটি হতো গত ১৩ বছরে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। ফলে এটি ছিল কূটনৈতিকভাবে একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা দুই দেশের সম্পর্কের পুনর্মূল্যায়নের পথ খুলে দিতে পারত।
পাকিস্তান জানিয়েছে, সফরটি পুরোপুরি বাতিল হয়নি— পারস্পরিক আলোচনা ও সুবিধাজনক সময় অনুযায়ী নতুন তারিখ নির্ধারণ করা হবে। এতে বোঝা যায়, দুই দেশ সম্পর্ক উন্নয়নের প্রতি আগ্রহী, যদিও তা বাস্তবায়নে ভূরাজনৈতিক বাস্তবতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।