কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুখিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড (ঠুটারজঙ্গল) বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে স্থানীয় একটি বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, সুখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তাহের, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আ. কাদির, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সাবেক ইউপি সদস্য ফিরোজ আহমেদ, ওয়ার্ড বিএনপি নেতা সাফির উদ্দিন, আ.কদ্দুছ, ইউনিয়ন যুবদল নেতা আ. কাইয়ূম প্রমুখ।
বক্তারা বলেন, সুখিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঠুটারজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্যে কমিটি ঘোষণা করার কথা থাকলেও সুখিয়া বাজারে বসে অর্থের বিনিময়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের দুর্দিনে লড়াই, সংগ্রাম, জেল, জুলুম অত্যাচারের স্বীকার নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন। নতুন কমিটিতে ফ্যাসিবাদের দোসরদেরকেও স্থান দেওয়া হয়েছে। এছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাশাপাশি বাড়ির দুইজনকে কমিটিতে রাখা হয়েছে। তাই অভিলম্বে এই পকেট কমিটি বাতিল করে তৃণমূল নেতাকর্মীদের মতামতের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার জন্য উপজেলা ও জেলার উর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সুখিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মুনিরুল ইসলাম শামীম অর্থ লেনদেনের মাধ্যমে কমিটি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি আংশিক কমিটি ঘোষনা করেছি। এতে একটি পক্ষ অসন্তুষ্ট হয়েছে। এ বিষয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে উপজেলা বা জেলা নেতৃবৃন্দের কাছে আমি তার ব্যাখ্যা দিব।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল আবু বক্কর সিদ্দিক গোলাপকে সভাপতি, কাজল মাস্টারকে সিনিয়র সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম খুর্শেদকে সাধারণ সম্পাদক ও সাইদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।