পারভেজ হত্যা: দুই অভিযুক্তের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:২০ পিএম
পারভেজ হত্যা: দুই অভিযুক্তের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই তরুণ আসামি আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈন উদ্দিন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিদের পক্ষে আইনজীবী জাকির হোসেন তাদের জামিনের আবেদন করে বলেন, “এজাহারে এই দুই শিক্ষার্থীর নাম উল্লেখ নেই। সন্দেহের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তারা জামিন পাওয়ার উপযুক্ত।” তবে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র পারভেজ। সে সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী, যারা সদ্য প্রাইমএশিয়ায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন, অভিযোগ করেন যে পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন।

এ অভিযোগের পর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পারভেজকে অফিসে ডেকে পাঠান। পারভেজ দাবি করেন, তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের ব্যক্তিগত আলাপচারিতায় মেতে ছিলেন, কাউকে উত্ত্যক্ত করেননি। প্রক্টরের নির্দেশে তিনি দুই ছাত্রীর কাছে ক্ষমা চান।

এরপর প্রক্টর অফিস থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন বহিরাগত ক্যাম্পাসে এসে পারভেজের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ধারালো অস্ত্র দিয়ে পারভেজের বুকে আঘাত করা হয়। গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় মামলা করেন। এজাহারে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতা সহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া জুনায়েদ ও সানির নাম এজাহারে ছিল না।

এই মামলায় এখন পর্যন্ত তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চালাচ্ছে পুলিশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে