পার্বতীপুরে গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম
পার্বতীপুরে গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

গাঁজা সেবন ও পুরিয়া রাখার অপরাধে দিনাজপুরের পার্বতীপুরে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন। পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) মো: জাকির হোসাইন মোল্লা জানান, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া বাজার বটের মোড় এলাকায় প্রতিদিন গাজা সেবনকারীদের আড্ডা বসে। স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ অভিযান চালায়। গাঁজা সেবন ও পুরিয়া রাখার অভিযোগে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বসিরবানিয়া বড়হরিপুর ঝাড়ুয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জাকারিয়া আলম (৩০) কে আটক করা হয়। তাকে তল্লাশি করে গাঁজার পুরিয়া পাওয়া যায়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ১ মাসের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, পার্বতীপুরে মাদক সেবন ও গাঁজা সেবনকারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে