পার্বতীপুরে বিএনপির আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভা যাত্রা

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০১:৩৮ পিএম
পার্বতীপুরে বিএনপির আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভা যাত্রা

দিনাজপুরের পার্বতীপুরে উৎসব ও আনন্দপূর্ণ পরিবেশে বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকামোড় বাসস্টান চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছিল আবহমান বাংলার চিরায়ত নানা লোকজ ঐতিহ্য। ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে তারা বাংলা নববর্ষকে স্বাগত জানায়।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।

পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি অহিদুল হক সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ,

সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, 

সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সিয়াম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার হান্নান আশরাফি প্রিন্স, সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মুকুলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বর্ষবরণে সকালে পার্বতীপুর উপজেলা প্রশাসন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ  আলাদাভাবে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

অন্যবার উপজেলা প্রশাসনের ব্যানারে ‘মঙ্গল শোভাযাত্রা’ লেখা থাকলেও এবার লেখা ছিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। আনন্দ শোভাযাত্রায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন এর নেতৃত্বে অংশ নেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুস ছালাম, পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা চত্ত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে