পার্বতীপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৬:৩৪ পিএম
পার্বতীপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান শুরু হয়েছে। পার্বতীপুর শহরের সবজি মার্কেট, মোজাফফর নগর, গুলপাড়া, রহমতনগর, রোস্তমনগর, জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল এসএসসি পরীক্ষার সেন্টার, উপজেলা পরিষদ চত্বর, পার্বতীপুর রেলওয়ে হেড ওয়েল ডিপো (বিপিসি), পার্বতীপুর মডেল থানা, পার্বতীপুর রেলওয়ে থানা, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা), পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চলবে। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো: সাখাওয়াত হোসেন জানান, পার্বতীপুর পৌরসভার উদ্যোগে রাজস্ব খাতের অর্থায়নে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে। সর্বত্র মশক প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। ফগার মেশিন দিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও জলাশয়ে মশক ওষুধ ছিটানো হবে। ফগার মেশিনের মাধ্যমে শহরের প্রতিটা অলি-গতিতে স্প্রে করা হবে।  

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পৌরসভার প্রশাসক মো: সাদ্দাম হোসেন বলেন, মশক নিধন ও ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করতে প্রত্যেককে সচেতন হতে হবে। বাসাবাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখলে আমরা সুরক্ষিত থাকতে পারবো। পৌরবাসীর প্রত্যেককে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে