পিছিয়ে থেকেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৮:২০ এএম : | আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম
পিছিয়ে থেকেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

চার দিন আগের চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে বিরতির আগে গোটা ওয়ান্দা মেত্রোপলিতানোকে উল্লাসে ভাসালেন হুলিয়ান আলভারেস। বদলি নেমে আবারও বার্সেলোনার জালে বল পাঠালেন আলেকসান্দার সরলথ। কাতালান দলটির সামনে তখন চোখ রাঙাচ্ছিল পরাজয়। এরপর, কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল তারা। ছয় মিনিটের মধ্যে শোধ করল দুই গোল। যোগ করা সময়ে প্রতিপক্ষের জালে আরও দুবার বল পাঠিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল। আতলেতিকোর মাঠে গত রোববার রাতে লা লিগার ম্যাচে ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা জিতেছে ৪-২ ব্যবধানে। দুর্দান্ত এই জয়ে রেয়াল মাদ্রিদকে টপকে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। রবের্ত লেভানদোভস্কি ব্যবধান কমানোর পর বার্সেলোনাকে সমতায় ফেরান ফেররান তরেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে নেন লামিনে ইয়ামাল। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা তরেস। এই মৌসুমে আতলেতিকোর বিপক্ষে আগের দুবারের দেখায় ঘরের মাঠে জিততে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছিল তারা। ৯৬তম মিনিটে আতলেতিকোর জয়সূচক গোলটি করেছিলেন সরলথ। আর গত মাসে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে শুরুর ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা; কিন্তু শেষ দিকে দুই গোল খেয়ে জয় হাতছাড়া করে তারা। ৯৩তম মিনিটে আতলেতিকোকে ৪-৪ সমতায় ফেরান সেই সরলথ। তৃতীয় দেখায় এবার নিজেরাই যোগ করা সময়ে গোল করে রোমাঞ্চকর জয় তুলে নিল ফ্লিকের দল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW