পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বাণিজ্য অনুষদ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
পিবিপ্রবি উপাচার্য জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে এ বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ায় এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সমপন্ন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী ০২ মে ‘খ’ ইউনিট ও ৯ মে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।