রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শ্রমিক উইংকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এর শেখ রেজোয়ানের সভাপত্বিতে ও মাসুম বিল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক শ্রমিক উইংস শ্রমিক উইংস (এনসিপি)’র সম্রাট শেখ, হাফিজুর রহমান,পীরগঞ্জ উপজেলার মূখ্য সংগঠক মাসুম বিল্লাহ ও রাকিব প্রমূখ। স্থানীয় শ্রমিকদের মাঝে বক্তব্য রাখেন চৈত্রকোল ইউপি’র মোদাবেরুল,বড় দরগাহ’র রাশেদুল,কুমেদপুরের হাসানুর,রায়পুরের লিমন ইসলম,সদর ইউনিয়নের মজনু মিয়া,শানের হাটের হাফিজুর রহমান,পাচঁগাছি’র চন্দ্রন রায় মহন্ত,কাবিলপুরের আব্দুল মতিন ও পৌর সভার সবুজ মিয়া বাবু প্রমুখ। এতে বক্তারা বলেন জাতীয় রাজনৈতিক বন্দোবস্তে ন্যায্য আদায়ে আমরা সব সময় শ্রমিদের পাশে থাকবো।