রংপুরের পীরগঞ্জে ডলার ও দেশীয় অস্ত্রসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। গত বুধবার দিবাগত রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার মামলা রুজুর পর আটককৃতদের গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরন করেছে পীরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ জনায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যৌথ বাহিনী মহসড়কে টহলরত অবস্থায় পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ওভার ব্রীজ সংলগ্ন স্থানে সন্দেহজনক একটি ইজি বাইক তল্লাশি করে যৌথ বাহিনী । বাইকটির যাত্রীদের ব্যাগ তল্লাশীকালে ব্যাগ ভর্তি ডলারের বেশকিছু বান্ডিল ও দেশীয় ধারালো অস্ত্র দা, ছুরি দেখতে পেয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো-গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলার তুলসিঘাটের মৃত আবুল কাশেমের ছেলে ইনছাদ আলী (৫০), কৃষ্ণপুরের মৃত মনছুর আলীর ছেলে লিচু মিয়া (৪০) ও বুজরুক পাটানোচা’র মমিনুরের স্ত্রী শিল্পী বেগম (৩০)। পীরগঞ্জ থানা অফিসার ওসি এম এ ফারুক জানান,আট্ককৃতরা প্রতারক চক্রের সদস্য। প্রায় ৩০টি বান্ডিলের উপরে ও নীচে আসল ৬৭টি ডলার থাকলেও ভিতরে টাকার সাইজে সাদা কাগজে বান্ডিল তৈরী করা ছিল।