রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে পুকুর থেকে লক্ষাধিক টাকার মাছ মেরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজির মিয়া (৫৫) গংদের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বীরনারায়ন গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভুক্তভোগী রফিকুল ইসলাম জাতীয় জরুরী সেবার নম্বর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এদিন সন্ধ্যার আগে ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম অভিযোগে জানান, তার মা ও ছোট ভাইয়ের নামে ২০২১ সালে ক্রয়কৃত ৪৪ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। উক্ত জমির একাংশে তিনি পুকুর খনন করে সেখানে মাছ চাষ করে আসছেন। এই জমিকে নিজেদের বলে দাবি করে তার প্রতিবেশী আজির মিয়া গংরা দীর্ঘদিন ধরে তাদের সাথে অহেতুক বিরোধ সৃষ্টি করে আসছেন। এরই জেরে বুধবার দুপুরে রফিকুল ইসলামের পুকুর শ্যালো মেশিন দ্বারা সেচে পুকুরের ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ ধরে নিয়ে যায় তার প্রতিপক্ষরা। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন রফিকুল ইসলাম। মাছ মারার পর তার প্রতিপক্ষরা উক্ত জমি জবর দখল করার উদ্দেশ্যে এস্ক্যাভেটর দ্বারা খনন করতে থাকাকালে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খনন কাজ বন্ধ করে দেয়।
রফিকুল ইসলাম আরও বলেন, ঈদের আগেও তারা আমার ওই পুকুরের পানি সেচ দেওয়ার সময় দিন-দুপুরে সেচ পাম্প চুরি করে নিয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তারা আমার বাবাকে মারধর করে রক্তাক্ত করেছে। বুধবার আবার তারা দিনে-দুপুরে পুকুরের মাছ মেরে নিয়ে গেছে। প্রতিপক্ষরা এলাকার বিএনপি দলীয় নেতাকর্মী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলেননা। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি এবং এ ঘটনায় ন্যায্য বিচার দাবি করছি।
অভিযুক্ত আজির মিয়া জানান, উক্ত জমির রেকর্ড, খাজনা-খারিজ সব তাদের নামে। উক্ত পুকুর তাদের নিজেদের। তাই তারা সেখান থেকে মাছ ধরেছেন।
এ বিষয়ে পীরগাছা থানার এসআই শাহ আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মাটি খনন কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি সমাধানের জন্য তিনি দুই পক্ষকে থানায় আসার পরামর্শ দিয়েছেন।