পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিলেন ড. ইউনূস

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৩:৩৪ পিএম
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিলেন ড. ইউনূস

রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রামের স্থানীয় সময় সকাল ১০টায় তিনি ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান। 

প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে শুক্রবার ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এএফপির খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে একটি বহুভাষিক প্রার্থনাসভার পর তার কফিন নেওয়া হবে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকায়, সেখানেই তাঁকে সমাহিত করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়) সেন্ট পিটার্স স্কয়ার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছাবেন।

আর সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) কার্ডিনালদের কলেজের ডিন, ইতালির জিওভান্নি বাতিস্তা রে-এর নেতৃত্বে অন্ত্যেষ্টিক্রিয়ার মূল প্রার্থনাসভা শুরু হবে।

বেলা ১২টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) কফিন সান্তা মারিয়া মেজিওরে পৌঁছবে। সেখানে ‘দরিদ্র ও অসহায়’ জনগণের একটি দল তাকে স্বাগত জানাবে। কার্ডিনাল কেভিন ফ্যারেলের নেতৃত্বে, যিনি বর্তমানে ক্যামেরলেনগো হিসেবে নতুন পোপ নির্বাচনের আগ পর্যন্ত ভ্যাটিকানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন, অন্ত্যেষ্টিক্রিয়াটি ব্যক্তিগতভাবে সম্পন্ন হবে।

পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রিন্স উইলিয়ামসহ কয়েক ডজন নেতা ও বিশিষ্ট ব্যক্তি সেন্ট পিটার্স স্কয়ারে ৪০ হাজার শোকার্ত মানুষের সঙ্গে অংশ নিচ্ছেন।

এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা শুক্রবার কাতারের দোহা থেকে ইতালির রোমে গিয়ে পৌঁছান। আগামীকাল রবিবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) তিনি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW