পোরশায় এক কৃষকের ধান কীটনাশক দিয়ে নষ্ট করেছে দূর্বৃত্তরা

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:৩৮ পিএম
পোরশায় এক কৃষকের ধান কীটনাশক দিয়ে নষ্ট করেছে দূর্বৃত্তরা

 নওগাঁর পোরশায় নিরীহ এক কৃষকের প্রায় ১১বিঘা জমির বোরো ধান কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার মশিদপুর ইউনিয়নের বিশইলে দূর্র্বত্তরা ঘটনাটি ঘটিয়েছে। জমির মালিক বিশইল গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে রেজাউল করিম জানান, বিশইল মৌজায় তার ৩.৫০একর ধানী জমি রয়েছে। প্রতি বছরের মত এবারও তিনি ওই জমিতে বোরো ধান রোপণ করেছিলেন। কিন্তু দৃর্বৃত্তরা তার রোপনকৃত ধানে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে। এতে তার ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, এ বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে