নওগাঁর পোরশায় তিন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। আসামীরা হলেন শিশা কোলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মন্ডলের ছেলে জিআর মামলার আসামী শহিদুল ইসলাম (৩৫) এবং নিতপুর বিষ্ণুপুর গ্রামের জোর পূর্বক সরকারি জমি দখল মামলার আসামী নজরুল ইসলাম সানের দুই ছেলে সেলিম (৩৯) ও বাবু (৩৫)। শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের নিজনিজ গ্রাম থেকে আটক করা হয়। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।