পোরশায় পাঁচ মাতালকে জরিমানা

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ০৪:৩০ পিএম
পোরশায় পাঁচ মাতালকে জরিমানা

নওগাঁর পোরশায় মাদক সেবন করে মাতাল অবস্থায় রাস্তায় মোটরসাইকেল চালানোর কারনে পাঁচ মাদক সেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান  আদালত। শুক্রবার নিতপুর কপালীর মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিসট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস তাদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সরাইগাছি-আড্ডা রোডের বন্ধুপাড়া এলাকায় টহলদল সহ অভিযান পরিচালনা করে পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক মাক্তাপুর গ্রামের টুনু বাকলার ছেলে নয়ন বাকলা(২০), শুকুর তিগ্যার ছেলে স্বপন তিগ্যা(২০), পান্ডা বারুর ছেলে শ্যামল বারু(২০), হাবলা তিগ্যার ছেলে রতন তিগ্যা(২৮) ও খাতিপুর গ্রামের মহন সাহার ছেলে রবিলাল তিগ্যা(২২) আটক করে থানায় নিয়ে আসেন। পরে শুক্রবার ভ্রামস্যান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে