নড়াইলের কালিয়া উপজেলার ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিসহ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তাদের সংবর্ধনা দেয়া হয়। নবগঠিত এডহক কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মের্শেদ শেখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোলীস্থ হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মোসাদ্দেক শাহরিয়ার বাবু, উক্ত মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ লাহুয়ার রহমান শিকদার, কালিয়া উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শেখ মোঃ আলতাপ উদ্দীন আনসারী, জেএমপি আলতাপ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সিনিয়র প্রভাষক মোঃ শহীদুল ইসলাম খোকন, নড়াইল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল মোল্যা, কালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাবায়ের হোসেন বিশ্বাস, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস, এম আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক সঞ্জিৎ কুমার পাল, সিনিয়র প্রভাষক মোঃ সামছুর রহমান ও পশ্চিম পেড়লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুমার রহমান মাসুম, সহকারী প্রধান শিক্ষক মেহবেুবা কাদেরী সম্পা, সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি ও হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক আলমগীর হোসেন নবগঠিত এডহক কমিটির সভাপতি, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস সদস্য সচিব, মোঃ আব্দুল্লাহ মোল্যা অভিভাবক সদস্য ও সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম শিক্ষক প্রতিনিধি সদস্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ সদস্যদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয়। অতঃপর, পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ শেষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সূচনা হয়।