ফিলিস্তিনের গাযায় মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইসরাঈল মুসলিমদের গনহত্যা চালাচ্ছে। মুসলিমদের ওপর বর্বর হামলা,হত্যার প্রতিবাদে নীলফামারীতে প্রতিবাদ সভা,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এটি করা হয় মুহতারাম আমীরে জামায়াত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব এর নির্দেশে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১১ এপ্রিল বাদ জুম্মা এ সকল কর্মসূচি পালন করা হয়। দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে মসজিদ সমূহে জুম'আর সালাতে কুনুতে নাজেলাহ পাঠ, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। গাছবাড়ী ও বড়বাজার ট্রাফিক মোড়ে করা হয় মানববন্ধন। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, সাপ্তাহিক নীলচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। এছাড়াও বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।