ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ০৭:২৫ পিএম
ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ  মিছিল

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে কচুয়ার ফতেপুর বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২ টার দিকে কচুয়া উপজেলার ফতেপুর বাজারে ইসলাম প্রিয় তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদী মিছিল বের করেন। সাইনবোর্ড- বাগেরহাট সড়কের ফতেপুর নামক স্থানে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘসহ সংশ্লিষ্টদের ব্যাবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোঃ ডালিম ফকির এবং কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম হাসান রাবু, রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড শাখার সভাপতি জনাব জুলফিকার সিকদার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শেখ সহ ইসলামপ্রিয় তৌহিদী জনতা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে