মৌলভীবাজারের রাজনগরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজনগর উপজেলা বাংলাদেশ জামায়তে ইসলামীর উদ্যোগে ৭ এপ্রিল সোমবার বাদ বাদ আসর রাজনগর থানা ও বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংঙ্গনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তীতে উপজেলা জামায়াতে আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও মিছবাহ উল হাসানের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আহমদ মুহিত প্রমুখ। বক্তারা বলেন, বারবার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্গন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় জায়নবাদী ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু, বৃদ্ধ সহ শতশত অসহায় মুসলমানকে নির্বিচারে হত্যা করছে। এমনকি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এই হায়েনাদের হামলা থেকে রেহাই পাচ্ছেনা। এমনকি বিগত রমজান মাসেও হামলা থেকে রেহাই পায়নি গাজার নিরীহ মানুষেরা। এমন বর্বর নৃশংশ হামলার মুহূর্তে মুসলিম বিশ্বের নেতারা নিরব ভূমিকা পালন করছেন। যুদ্ধ বিরতি লঙ্গন করে জঘন্য এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক মুসলিম সংস্থা ও বিশ্বের মুসলিম নেতাদের এই নিরবতা ইসরায়েলিদের দাসত্বের সামিল। বিশ্ব মানবতার এই দুর্যোগমময় মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ সরকার সহ বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিরবতা ভেঙ্গে গণহত্যা ও যুদ্ধ বিরতি লঙ্গনের দায়ে নেতানিয়াহু সরকার, ইসরায়েল ও তাদের দোসরদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।