ফুলতলায় দিনে দুপুরে যুবককে গুলি করে হত্যা

এফএনএস (শামসুল আলম খোকন; ফুলতলা, খুলনা) : : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ পিএম
ফুলতলায় দিনে দুপুরে যুবককে গুলি করে হত্যা

প্রতিপক্ষের দুর্বৃত্তরা দিনে দুপুরে মুখের ভিতর শর্টগানের নল ঢুকিয়ে গুলি করে মোঃ সুমন মোল্যা (৩০) নামে এক যুবককে খুন করে। এ ঘটনা ঘটে মঙ্গলবার বেলা ১টায় খুলনার ফুলতলা থানার পিপরাইল গ্রামে। তিনি ওই গ্রামের রকিব উদ্দিন মোল্যার পুত্র ও নিষিদ্ধ সংগঠনের সদস্য। 

পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার বেলা আনুমানিক ১টার দিকে সুমন মোল্যা ফুলতলার জামিরা বাজারস্থ তার ভুষি মালের দোকান বন্ধ করে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দাসপাড়া কালভার্টের কাছে পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রধারী তিন দুর্বৃত্ত তাকে থামিয়ে মুখের ভিতর শর্টগানের নল ঢুকিয়ে গুলি করে তাদের মটরসাইকেল যোগে পালিয়ে যায়। সুমনের মুখের ডান পাশের নিচের অংশ থেতলে যায়।  এলাকাবাসি তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর পরই সুমনকে উদ্ধার করতে আসা এলাকাবাসির কাছে একই গ্রামের নায়েক ওরফে নাজিম গাজীর ছেলে মোমিন গাজী (২৯) তাকে গুলি করেছে বলে জানায় (ভিডিও রয়েছে)। 

ঘটনাস্থল থেকে ফিরে এসে ফুলতলা থানার ওসি মোঃ জিল্লাল হোসেন বলেন, নিহত সুমন মোল্যা নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নব্য সদস্য। তার বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যা, মারামারি, চুরিসহ ৫টি মামলা রয়েছে। অস্ত্র, চাঁদা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের মোমিন গ্রুপ পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। ফুলতলা থানায় মোমিনের বিরুদ্ধে জামিরায় সোলায়মানকে গুলি, মারামারিসহ ৩টি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে