ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীসহ দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (ফুলবাড়ী,কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ এএম
ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীসহ দুর্ঘটনায় নিহত ২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একই সময়ে চলতি এসএসসি পরীক্ষার্থীসহ দুর্ঘটনার দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলা কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় সংলগ্ন শ্যামপপুর গ্রামের আব্দুর রউফের কন্যা রোমানা আক্তার ও  ফুলবাড়ী উপজেলা শহরের জোবেদা এগ্রোর ইন্ডাষ্ট্রির বয়লর অপারেটর সাইদুল ইসলাম (৩০)।

এরমধ্যে রোমানা আক্তার চলতি এসএসসি পরীক্ষায় বৃহস্পতিবারের ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে নিজ বাড়িতে আসে। এরপর সন্ধ্যায় পড়ার জন্য সে তার শয়ন ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তার শয়ন ঘরে ঢুকে দেখতে পায় রোমানা আক্তারের ঝুলন্ত লাশ।

নিজের ওড়না গলায় পেঁচানো ঝুলন্ত লাশটি দেখে অনেকে ধারনা করছেন ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ার কারনে সে আত্মহত্যা করতে পারে। তবে বিষয়টি তদন্ত করে মুল ঘটনা উৎঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অন্যদিকে জোবেদা এগ্রোর ইন্ডাষ্ট্রির বয়লর অপারেটর সাইদুল ইসলাম মিলের কাজ শেষ করে নিজবাড়ী উলিপুর উপজেলার কাশেম বাজারের উদ্দেশ্যে মোটারসাইকেল যোগে রহনা হন। তার সাথে ছিলেন মিলের অপর কর্মচারী হেলাল মিয়া। 

তারা ফুলবাড়ী টু খড়িবাড়ী রোডের ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা সাউদের মসজিদ সংলগ্ন এলাকায় বেপরোয়া বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কার কবলে পড়েন। ট্রাক্টরের ধাক্কায় ও বিপরিত থেকে আসা আরেকটি মোটরসাইকেলের ধাক্কা খেয়ে জোবেদা এগ্রো ইন্ডাষ্ট্রির বয়লর অপারেটর সাইদুল ইসলাম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

এলাকার লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশেম বাজার সংলগ্ন এলাকার ওমর আলীর ছেলে। তিনি ৪ সন্তানের জনক ছিলেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম পৃথক দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ দুটি দুর্ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে