সোনালী আঁশ ফিরিয়ে আনার উদ্যোগ

ফুলবাড়ীতে বিনামূল্যে ২০০ কৃষকের পাটবীজ ও সার বিতরণ

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ পিএম
ফুলবাড়ীতে বিনামূল্যে ২০০ কৃষকের পাটবীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোনালী আঁশ পাট কৃসকের মাঝে ফিরিয়ে আনার লক্ষ্যে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার কৃষি অফিস চত্ত্বরে বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, এসএপিপিও মাহনাজ লাইজু চৌধুরী, এসএএও রিয়াজুল ইসলাম সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুবকর ছিদ্দিক, ফকরুল ইসলামসহ আর অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিরুপা ইয়াছমিন জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসূমে পাট প্রণোদনা কর্মসূচীর আওতায় পাটের ফসলের উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হলো।

তিনি আরও বলেন, ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের ২০০ জন কৃষককে এই পাট বীজ ও সার বিনামূল্যে পাবেন। প্রত্যেক কৃষক ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে