ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সদর এলাকার প্রধান সমস্যা যানজট। মাত্র ১৮ ফুটের প্রধান সড়ক যানজটের ভোগান্তি দিন দিন আরও প্রকট হচ্ছে। সড়কে এক কিলোমিটার জুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তি থেকে দ্রুত সমাধান চান স্থানীয় বাসিন্দারা। ফুলবাড়ীয়া কলেজের সামনে থেকে ভালুকজানের আখালিয়া নদীর ওপর সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার পৌর শহরের প্রধানতম এলাকা এটি। সড়কের দুই পাশে রয়েছে বহুতল ভবনের পাশাপাশি অনেক স্থায়ী স্থাপনার ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগের এ সড়কটির দুই পাশেই অস্থায়ী দোকান, সিএনজি ও ব্যটারি চালিত অটোরিকসা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে।
সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, বর্তমানে ময়মনসিংহ শহরের সঙ্গে উপজেলাটির একমাত্র প্রধান সড়কটি মাত্র ১৮ ফুট প্রস্থের। সেখানে রাস্তার পাশে ভ্রাম্যমান দোকান, অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশাও স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে। ফলে যানজট বড় সমস্যা। একটি উপজেলার প্রধান সড়ক প্রশস্ত হওয়া উচিৎ, আমরা প্রশস্ত করার প্রস্তাব পাঠাবো।
সড়কটি ২৪ ফুট প্রশস্ত হলে মুটামুটি যানজটের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। সড়কের পাশে যানবাহন রাখলে রাস্তা বড় করলেও লাভ নেই। সে গুলো রাস্তা থেকে সরাতে হবে এবং মানুষকেও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, সড়কটি দাপুনিয়া অংশে একই ধরণের সমস্যা ছিলো। সেটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত সেখানে কাজও শুরু হবে।
সরেজমিন দেখা গেছে, মাত্র ১৮ফুট প্রস্থের এই সড়কের পাশ দিয়ে পৌরসভার ড্রেন নির্মাণের কাজও করছে। ড্রেনের নির্মাণের জন্য মাঠি খুঁড়ে সড়কের পাশে রাখা রয়েছে। সরু এ সড়ক দিয়ে বিভিন্ন ধরণের যানবাহন থেমে থেমে চলছে। এ সময় পথচারি হাসানুল হক বলতে থাকেন, ফুলবাড়িয়ার সবচেয়ে বড় সমস্যা যানজট। আমাদের এই দুঃখ আর শেষ হলো না। সব বদলাইলো, কিন্তু যানজট আগের মতোই রয়ে গেল।
স্থানীয় বাসিন্দা রুহুল কবির বলেন, সামান্য এলাকা রিকশা বা অন্য যানবাহন দিয়ে পাড়ি দিতে ৫ মিনিটে স্থলে ২০ থেকে ৩০ মিনিট সময় লেগে যায়। যানজটের কারণে মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। কিন্তু উপজেলা শহরের এই সকড়কটি প্রশস্ত করা বা উপজেলা সদরের বাইবাস কোনো সড়ক নির্মাণে কেউ কখনও পদক্ষেপ নেয়নি।
মাসুদ সরকার নামে এক ব্যবসায়ী বলেন, সড়কটি প্রশস্ত না করা হলে যানজটের ভোগান্তি কমবে না। কারণ, দিনদিন মানুষ বাড়ছে, যানবাহন বাড়ছে। রাস্তা প্রশস্ত না করলে সমস্যা দিনদিন আরও প্রকট হবে।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, উপজেলার সমস্যা গুলোর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যানজট । যানজট নিরসনে পদক্ষেপ শুরু হবে। তিনি আরও বলেন, উপজেলা সদরের প্রধান এ সড়কটির কোনো বাইপাস নেই। সরকার ভূমি অধিগ্রহণ খাতে অর্থ ছাড় বন্ধ রাখায় সড়ক প্রশস্ত বিষয়টিও দীর্ঘ মেয়াদী। কিন্তু মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে সড়কে বিভাজক দিয়ে যানজট কমানো, স্ট্যান্ড গুলো প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে এবং অবৈধ স্থাপনা গুলো সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমাদের মেজর পরিকল্পনার মধ্যে এটি প্রথম পর্যায়ে রয়েছে।