ফেসবুকে ভাইরাল সিদ্ধেশ্বরীর ছিনতাইয়ের ভিডিও, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:১৬ পিএম
ফেসবুকে ভাইরাল সিদ্ধেশ্বরীর ছিনতাইয়ের ভিডিও, তদন্তে পুলিশ

রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। চলন্ত প্রাইভেটকার থেকে ছোঁ মেরে তাঁর ভ্যানিটি ব্যাগ টান দেয় ছিনতাইকারীরা। ব্যাগ ধরে রাখার চেষ্টা করতে গিয়ে নারীটি মাটিতে পড়ে যান এবং গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে কয়েকগজ দূরে গিয়ে আহত হন।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। পরে রবিবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে শাড়ি পরিহিত এক নারী একটি ভ্যানিটি ব্যাগ হাতে এবং ট্রলি ব্যাগ পাশে রেখে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি সাদা প্রাইভেটকার তার সামনে এসে গতি কমিয়ে দেয়। গাড়ির বাঁ পাশের জানালা দিয়ে একজন ছিনতাইকারী ঝুঁকে পড়ে মুহূর্তের মধ্যে নারীর হাতের ব্যাগ টান দেয়। ব্যাগ ছাড়তে না পেরে ওই নারী মাটিতে পড়ে যান এবং ছিনতাইকারীদের গাড়ির সঙ্গে টেনে-হিঁচড়ে কয়েকগজ দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

এ সময় নারীর সঙ্গে থাকা ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে পড়ে থাকে। ঘটনার পরপরই আশপাশের তিন ব্যক্তি দ্রুত এগিয়ে আসেন। তাঁদের মধ্যে একজন ট্রলি ব্যাগের সামনে দাঁড়িয়ে যান, আর বাকি দুইজন আহত নারীকে উদ্ধার করতে ছুটে আসেন। প্রায় ৫০ সেকেন্ডের মাথায় ভুক্তভোগী নারী নিজেই আবার ঘটনাস্থলে এসে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তখন তিনি হাতের কনুইয়ে পাওয়া আঘাতের চিহ্ন দেখিয়ে তাঁর আহত হওয়ার বিষয়টি জানান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তিনি বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যদিও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থা গুরুতর না হলেও, এ ধরনের ছিনতাইয়ের ঘটনা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, দিনের আলোয় এমন ভয়ংকর ছিনতাইয়ের ঘটনা রাজধানীতে নাগরিক নিরাপত্তার দুরবস্থা স্পষ্ট করে তুলেছে।

পুলিশ দ্রুত তদন্ত করে ছিনতাইকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও ভুক্তভোগী এবং সাধারণ নাগরিকরা নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে