বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর সাবেক আমীরের মৃত্যু

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০৭ পিএম
বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর সাবেক আমীরের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা সাজ্জাদ হোসাইন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫:০০ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহ বিএসসি জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) বাদ যোহর খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুর খবরে বকশীগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW