বগুড়ায় নদীর ধারে অজ্ঞাত লাশ, আগুনে ঝলসে দেওয়া মুখমণ্ডল

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ০৬:৩৪ পিএম
বগুড়ায় নদীর ধারে অজ্ঞাত লাশ, আগুনে ঝলসে দেওয়া মুখমণ্ডল

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে করতোয়া নদীর পাড় ঘেঁষা শ্মশানঘাটের নিচের জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্গন্ধ ছড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যক্তির পরনে ছিল শুধুমাত্র একটি চেক লুঙ্গি। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, লাশের শরীরে তেমন  কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন দেখা না গেলেও মুখ মন্ডল  আগুনে ঝলসে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে  বলেও সন্দেহ করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন ধরেই শ্মশানঘাট এলাকা থেকে দুর্গন্ধ আসছিল। শুক্রবার দুপুরে মাজেদা খাতুন নামে এক নারী ছাগল চরাতে এসে জঙ্গলের মধ্যে লাশটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানালে, তারা থানায় খবর দেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,“ মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে বগুড়া ও সিরাজগঞ্জ সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) টিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিআইডি আসার পর তদন্ত সাপেক্ষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে