উপাচার্যের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক ড. মো. মুহসিন উদ্দীনকে অপসারণের অভিযোগ এনে উপাচার্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও সুধীজনেরা। সমাবেশে বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. মুহসিন উদ্দীনকে হেয় করা হয়েছে। তিনি সকলের কাছে সন্মানিত হলেও তাকে বাদ দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের পূর্নবাসিত করা হচ্ছে। তাই ড. মো. মুহসিন উদ্দীনকে তার দায়িত্ব পূর্ণবহালের জন্য বক্তারা জোর দাবি করেন।