বরগুনায় ঈদ উপহার দেয়া যুবলীগ নেতা গ্রেপতার

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ পিএম
বরগুনায় ঈদ উপহার দেয়া যুবলীগ নেতা গ্রেপতার

বরগুনা থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা  সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এডভোকেট তানভীর আহমেদ সিদ্দীকি গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের পরপর নির্বাচিত চেয়ারম্যান। 

ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার সময় গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের একটি বাসা থেকে বরগুনা থানা পুলিশ এডভোকেট তানভীরকে গ্রেপ্তার করে। 

বরগুনায় শেখ হাসিনার পক্ষে এবার ঈদ উপহার বিতরণ সহ এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পুলিশি নজরদারিতে ছিলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা, জেলা যুবলীগ নেতা ও গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। সে বরগুনা থানার বিশেষ আইন মামলার একজন নিয়মিত আসামী। অদ্য বিকেল পাঁচটায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে